ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ধুনটে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৫:০৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আজাহার আলী (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জোলাগাঁতি গ্রামে ওই বৃদ্ধের বাড়ির পাশের একটি জিঙ্গা গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আজাহার আলী ওই গ্রামের মৃত ছবদর আলীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করে মথুরাপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ আলী বলেন, ‘আজাহার আলী পেশায় একজন কাঠুরিয়া। দাম্পত্য জীবনে তার ২ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। সন্তানদের বিয়ের পর তারা আলাদা সংসার করছেন। ছোট ছেলে ঢাকায় চাকরি করায় আজাহার আলী নিজেই সংসার দেখভাল করতেন। বৃহস্পতিবার জোলাগাঁতি দরগা মাজার শরিফে বার্ষিক উরস মাহফিল উপলক্ষে ঢাকার কর্মস্থল থেকে ছোট ছেলে ও মেয়েরা বাড়িতে আসেন। রাতে সন্তানদের সঙ্গে খাবার খেয়ে তিনি উরসে যান। পরদিন সকাল সাড়ে ৬টার দিকে ছোট ছেলে ঘুম থেকে উঠে বাড়ির পেছনে গিয়ে আজাহার আলীকে গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রশি কেটে তাকে নিচে নামান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘বেশ কিছু দিন ধরে তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে তার পরিবারের বরাতে জেনেছি।’

ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই অমিত হাসান মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।