নরসিংদীর পলাশে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের কাটাব সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে কাটাব সড়কের এক পাশে প্লাস্টিকের বস্তায় বাঁধা অবস্থায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে পলাশ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে যুবকের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে বলে জানায় তারা।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পিবিআই নিহতের ফিঙারপ্রিন্ট সংগ্রহ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



