ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

কিশোরী অপহরণ মামলার মূল আসামিসহ ভিকটিম উদ্ধার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০২:৫৬ পিএম
গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি- রূপালী বাংলাদেশ

মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের মিরাকান্দি গ্রামের আলী আজগরের ১৪ বছরের কন্যা তামান্না আক্তারকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ ভিকটিমকে উদ্ধার করেছে।

গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে কালীগঞ্জ বাজার এলাকা থেকে তামান্নাকে জোরপূর্বক অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়।

কালকিনি থানার এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার সাভার থানা এলাকা থেকে তামান্নাকে উদ্ধার করে।

একই অভিযানে মামলার মূল আসামিরাও গ্রেপ্তার হয়। গ্রেপ্তার আসামিরা হলো: ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল এলাকার সঞ্জিত হালদারের ছেলে সুব্রত হালদার, গোবিন্দ হালদারের ছেলে প্রশান্ত হালদার, লক্ষণ মধুর ছেলে নয়ন মধু।

পরে আইনানুগ প্রক্রিয়া অনুসারে তাদের মাদারীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।