ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

জেদ্দায় জমকালো আয়োজনে ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ উদ্বোধন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৩:৩১ পিএম
ছবি - সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের শিল্প ও বাণিজ্যকে উপস্থাপন করতে তিন দিনব্যাপী ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’– সৌদি আরব এডিশন-২০২৫ উদ্বোধন করা হয়েছে। র‍্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ কূটনীতিক, সৌদি ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার কনসাল জেনারেল মি. মো. সাখাওয়াত হোসেন এবং কমার্শিয়াল কাউন্সিলর সাইয়েদা নাহিদা হাবীবা, উপস্থিত ছিলেন মেড ইন বাংলাদেশ এক্সপো’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ লিটন আহম্মেদ। তারা যৌথভাবে ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনীতে বক্তারা বাংলাদেশ–সৌদি আরবের পাঁচ দশকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার আহ্বান জানান। কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, এটি দুই দেশের মানুষের হৃদয়ের সম্পর্ক। ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ এই সম্পর্ককে আরও শক্তিশালী করবে।’

কমার্শিয়াল কাউন্সিলর সাইয়েদা নাহিদা হাবীবা যোগ করেন, ‘সৌদি ভিশন ২০৩০-এর সঙ্গে বাংলাদেশের শিল্প, কৃষি, প্রযুক্তি এবং মানবসম্পদ খাতের ঘনিষ্ঠ সংযোগ রয়েছে। এই ধরনের এক্সপো দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা বহুগুণে বৃদ্ধি করবে’

এক্সপোর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. লিটন আহম্মেদ বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ উৎপাদন ও রপ্তানি হাব। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী করতে এই এক্সপোর গুরুত্ব অপরিসীম।’

এক্সপোতে গার্মেন্টস, টেক্সটাইল, খাদ্য ও হালাল পণ্য, শিশু পণ্য, চামড়া ও ফুটওয়্যার, প্লাস্টিক খেলনা, রিয়েল এস্টেট, জুট ও হ্যান্ডিক্রাফটসহ বাংলাদেশের ৩০টিরও বেশি শীর্ষ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এছাড়াও সৌদি আমদানিকারক, পাইকারি ক্রেতা, খুচরা ব্যবসায়ী ও আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এক্সপোর মূল লক্ষ্য হলো দুই দেশের ব্যবসায়িক নেটওয়ার্ক শক্তিশালী করা, বাংলাদেশের রপ্তানি পণ্য পরিচিত করা, যৌথ বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি করা, জিসিসি বাজারে নতুন ক্রেতা সংযোগ তৈরি করা এবং এএমসি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে সংযুক্ত করা। বাংলাদেশি উদ্যোক্তারা মনে করছেন, এটি জিসিসি বাজারে বাংলাদেশের পণ্য সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

উদ্বোধনী বক্তারা এ বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, শ্রমবাজার, বাণিজ্য, শিক্ষা–সংস্কৃতি এবং উন্নয়ন সহযোগিতায় দুই দেশ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ হবে।

জেদ্দায় অনুষ্ঠিত ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ – সৌদি আরব এডিশন-২০২৫ কেবল একটি বাণিজ্য প্রদর্শনী নয়, এটি বাংলাদেশ–সৌদি অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি কৌশলগত উদ্যোগ।