ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

যেভাবে গুলিবিদ্ধ হলেন ওসমান হাদি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৪:০২ পিএম
গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি নির্বাচনি প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

সূত্রমতে জানা যায়, হাদি যখন প্রচারণা চালাচ্ছিলেন তখন দুই জন মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান। মাথায় গুলিবিদ্ধ হন হাদি। রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসমান হাদির সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা ঢামেকের সামনে সাংবাদিকদের জানিয়েছেন, হাদির জন্য বি নেগেটিভ রক্ত প্রয়োজন।

এর আগে, নভেম্বর মাসে হাদি দেশি ও বিদেশি ৩০টি নম্বর থেকে হত্যার হুমকি পান। ১৪ নভেম্বর তিনি ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন, তাকে হত্যা, বাড়িতে আগুন দেওয়া এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।