ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

হাদির হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জোনায়েদ সাকির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৪:০২ পিএম
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি- সংগৃহীত

রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারের সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর কালভার্ট রোড এলাকায়।

ঘটনার পর ওসমান হাদিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, তাকে চিকিৎসার জন্য কমায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে দাবি জানিয়েছেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা হোক।

জোনায়েদ সাকি বলেন, ‘ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।’

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা নির্বাচনি প্রচারের সময় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।