রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারের সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর কালভার্ট রোডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্বৃত্তরা নির্বাচনি প্রচারের সময় তাকে লক্ষ্য করে গুলি চালায়। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন।
ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে ওসমান হাদির জন্য দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন, ‘আল্লাহ, আমার ভাইকে বাঁচাইয়া রাখো।’
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, ‘আমি শুনেছি, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে ঠিক কোথায় ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে আমরা এখনো বিস্তারিত জানি না।’
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি আগে থেকেই জানিয়েছেন যে তাকে আওয়ামী লীগের কিছু লোক হুমকি দিয়ে আসছে। ফোনকল ও মেসেজের মাধ্যমে তাকে হত্যার হুমকি, বাড়িতে আগুন দেওয়ার হুমকি এবং তার পরিবারের ওপর আক্রমণের ভয় দেখানো হয়েছিল।
-20251212153431.webp)

