ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুর ঝুট গোডাউনের আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০১:৪৫ পিএম
ঝুট গোডাউনে আগুন। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কোনাবাড়ী ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে মহানগরের কোনাবাড়ী আমবাগ পশ্চিম পাড়া এলাকায় মামুন ও তোফাজ্জল হোসেনের ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে থাকা আরও প্রায় ২০টি ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে। এ ছাড়া পাশের তিনটি বাসাবাড়ির প্রায় সাতটি ঘর আংশিকভাবে পুড়ে যায়।

সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, খবর পেয়ে কোনাবাড়ী ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে সেখানে ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলেও জানান তিনি।