জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের আওতাধীন কড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় জিরা, ডাব, ভিভেল সাবান, চাউল, চকলেট, দারচিনিসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ এলাকা থেকে এই পণ্যগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, কড়িয়া বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক মো. আব্দুর রহিমের নেতৃত্বে সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চোরাচালানীরা ভারতীয় পণ্যগুলো সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আনার সময় কোতোয়ালীবাগ এলাকায় বিজিবির ধাওয়ায় ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে পণ্যগুলো উদ্ধার করে হিলি শুল্ক অফিসে জমা দেওয়া হয়। উদ্ধারকৃত পণ্যের সিজার মূল্য ৫০,৬০০ টাকা।
পত্নীতলা ১৪ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, সীমান্তে মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


