কক্সবাজারের নুনিয়ারছড়াস্থ বিআইডিব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজের যাত্রাবিলম্বকে কেন্দ্র করে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা দাবি করে এক পর্যটক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমকে প্রকাশ্যে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুরো ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ইউএনও তানজিলা তাসনিম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী দিনে দুই হাজারের বেশি পর্যটক পরিবহন করা যায় না। এ ছাড়া আরও কিছু নিয়ম নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত কাজ করছিল।
এ সময় কিছু পর্যটক অভিযোগ করেন, তাদের টিকিটে উল্লিখিত সময়ের আগেই জাহাজ ছেড়ে গেছে। বিষয়টি তদন্ত করতে গেলে পর্যটক ইব্রাহীম নামে একজন নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে উপস্থিত পুলিশ সদস্যকে ইউএনওকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
তিনি বলেন, ‘এটি দায়িত্ব পালনকালে পুরোপুরি অনাকাঙ্ক্ষিত আচরণ। উনি হয়তো আমাকে চিনতে পারেননি, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হলেও এভাবে কাউকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এখতিয়ার নেই।’
পরবর্তীতে ইব্রাহীম জানান, তিনি ইউএনওকে চিনতে পারেননি এবং ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, তাদের টিকিটে সকাল ৭টার সময় লেখা থাকলেও ঘাটে এসে শুনেছেন জাহাজ ৬টায় ছেড়ে গেছে।
সিক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, নাব্যতা সমস্যার কারণে ‘বেক্রুজ’ জাহাজটি ঘাট পরিবর্তন করে। এতে পর্যটকরা মনে করেন জাহাজ ছেড়ে গেছে। পরে ইব্রাহীমসহ ১২ জনকে ‘কেরি সিন্দাবাদ’ জাহাজে সেন্টমার্টিনের উদ্দেশে পাঠানো হয়।
উল্লেখ্য, চলতি মৌসুমে ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকরা দ্বীপে রাত্রীযাপনের সুযোগ পাবেন, তবে এর জন্য সরকার ঘোষিত ১২ দফা নির্দেশনা মানা বাধ্যতামূলক।


