ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

বালক বিদ্যালয়ের ভর্তিতে বালিকার নাম

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০১:৫০ পিএম
চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভিজে) সরকারি উচ্চ বিদ্যালয়। ছবি- সংগৃহীত

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভিজে) সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ভর্তি লটারির তালিকায় ‘মিস জুলেখা খাতুন’ নামে এক বালিকার নাম উঠে আসায় অভিভাবকদের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিদ্যালয়টি শুধু ছেলেদের জন্য হওয়ায় তালিকায় মেয়ের নাম অন্তর্ভুক্ত হওয়া নিয়ে অনেকে ডিজিটাল লটারির স্বচ্ছতা ও তদারকি নিয়ে প্রশ্ন তুলছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ডিজিটাল পদ্ধতিতে লটারির ফল প্রকাশ করা হয়। বেলা ২টার পর অনলাইনে এবং স্কুল নোটিশ বোর্ডে ফলাফল জানানো হয়।

প্রকাশিত তালিকার তৃতীয় শ্রেণি (দিবা শিফট) ভর্তি তালিকার ৭১ নম্বর সিরিয়ালে উঠে আসে ‘মিস জুলেখা খাতুন’ নামটি। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় বইছে।

অভিভাবকরা বলছেন, প্রতি বছরই ভর্তি প্রক্রিয়ায় নানা ভুলের অভিযোগ ওঠে। এবারও একটি বালক বিদ্যালয়ের তালিকায় বালিকার নাম আসা উদ্বেগজনক। ডিজিটাল লটারিতেও এমন ভুল হলে সিস্টেমের ওপর ভরসা রাখা কঠিন হয়ে পড়ে।

তারা দ্রুত এই ভুল সংশোধন ও লটারির প্রক্রিয়া স্বচ্ছ করার দাবি জানান।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। যেহেতু লটারির পুরো প্রক্রিয়া ঢাকায় অনুষ্ঠিত হয়েছে, তাই এটি ঢাকার কর্তৃপক্ষকেই সংশোধন করতে হবে।’

উল্লেখ্য, গত ২০২২ সালে ১২ ডিসেম্বর চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তির লটারিতে সাবিহা ইসলাম নামে এক বালিকার নাম আসে।

এ ছাড়া, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও এক শিক্ষার্থীর নাম একাধিকবার এসেছে। ফলে অভিভাবকদের মধ্যে লটারি কার্যক্রম নিয়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।