ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

নিজ নির্বাচনি পোস্টার-বিলবোর্ড অপসারণ করলেন জামায়াত নেতা

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৩:৪৮ পিএম
নিজের পোস্টার অপসারণ করছেন হাফেজ রাশেদুল ইসলাম। ছবি: রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে নিজ নির্বাচনি পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে শেরপুর পৌর এলাকার তাতালপুর, পার্শ্ববর্তী বাজিতখিলা ও পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা বাজারে বিভিন্ন দেওয়াল, গাছ ও স্থাপনার ওপর সাঁটানো পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু করেন। এ সময় তার সাথে জামায়াতে ইসলামী শেরপুর জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাফেজ রাশেদুল ইসলাম জানান, ‘আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি সম্পর্কে অবগত হয়ে সমস্ত পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণের সিদ্ধান্ত নিয়েছি এবং নির্ধারিত সময়ের আগেই ইনশাআল্লাহ অপসারণ করতে পারব।’

উল্লেখ্য, জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোস্টার, ব্যানার, বিলবোর্ড, তোরণ ও আলোকসজ্জা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।