ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সূর্যবংশীর ছক্কার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৫:৩০ পিএম
বৈভব সূর্যবংশী। ছবি : সংগৃহীত

ভারতের ১৪ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশী একের পর এক রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে দাপট দেখাচ্ছেন। আইপিএল থেকে শুরু করে দেশের বয়সভিত্তিক দল—সব জায়গাতেই তিনি নিজের ছাপ রেখেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯৫ বলে ১৭১ রানের ঝড়ো ইনিংস খেলেন সূর্যবংশী। এদিন তিনি ৩০ বলে হাফ-সেঞ্চুরি, ৫৬ বলে শতক এবং ৮৪ বলে ১৫০ রান পূর্ণ করেন। তার ইনিংসে ছিল ৯টি চার ও ১৪টি ছক্কা।

এই ইনিংসের মাধ্যমে দুটি এশিয়ার রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এক ইনিংসে ১৪টি ছক্কা মেরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন।

আগে এই রেকর্ডে ছিলেন আফগানিস্তানের দারউইশ রাসুলি, যিনি ২০১৭ সালে ১০টি ছক্কা মেরেছিলেন। পুরো টুর্নামেন্টে সর্বাধিক ছক্কার রেকর্ডও এখন সূর্যবংশীর দখলে—সর্বমোট ২৬টি ছক্কা।

ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সবচেয়ে বেশি রানের ইনিংসের রেকর্ডে আছেন আম্বাতি রায়ডু, যিনি ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৭৭ রান করেছিলেন।

এটি যুব ওয়ানডেতে সূর্যবংশীর দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়া চলতি মাসে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শতক হাঁকানোর কীর্তি করেছেন।