ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

দিনটি হবে একেবারে মেসিময় : শাহরুখ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০১:২৮ পিএম
শাহরুখ খান ও লিওনেল মেসি। ছবি - সংগৃহীত

লিওনেল মেসির কলকাতা সফরের খবর ছড়িয়ে পড়তেই শহরজুড়ে গুঞ্জন উঠেছিল- তার সঙ্গে না-কি আসতে পারেন বলিউড কিং শাহরুখ খানও। এবার সেই জল্পনায় নিজেই সিলমোহর দিলেন শাহরুখ। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেন, আগামী ১৩ ডিসেম্বর কলকাতার বিশেষ অনুষ্ঠানে মেসির সঙ্গে উপস্থিত থাকবেন তিনিও। ফলে দুই মেগাস্টারের একই মঞ্চে ওঠা ঘিরে উত্তেজনা এখন চরমে পৌঁছেছে।

আগামী ১২ ডিসেম্বর রাতেই কলকাতায় পৌঁছাবেন লিওনেল মেসি। রাতে হোটেলে বিশ্রাম নিয়ে পরদিন সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেদিনই মাঠে বসে দেখবেন মোহনবাগান অল স্টার বনাম ডায়মন্ড হারবারের ম্যাচ। আর এবার সেই বিশেষ অনুষ্ঠানে তার সঙ্গে একই মঞ্চ ভাগ করবেন শাহরুখ খান। নিজেই জানিয়েছেন- এইদিন তার নাইটদের নিয়ে কোনো পরিকল্পনা নেই, দিনটি হোক একেবারে মেসিময়।

মেসির সঙ্গে একই মঞ্চে থাকার ঘোষণা দিতে গিয়েই কলকাতা নাইট রাইডার্সের প্রসঙ্গ টেনে আনেন শাহরুখ। এ তো স্বাভাবিকই, তিনিই তো বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। জানা গেছে, সল্টলেক স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে মেসি ও শাহরুখের পাশাপাশি থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং টলিউডের আরও বহু পরিচিত মুখ। শহরে অমিতাভ বচ্চন আসতে পারেন বলেও গুঞ্জন শোনা গেছে, যদিও এখনো তা সরকারিভাবে নিশ্চিত হয়নি।

ফুটবলপাগল কলকাতায় এখন উৎসবের আবহ। বহুদিন পর আবার শহরে পা রাখতে চলেছেন মেসি, আর তাকে বরণ করে নিতে উপস্থিত থাকবেন শাহরুখ খান। দুই বিশ্বমঞ্চের দুই মহাতারকার এই মিলন শহরকে আরও উৎসবে ভরিয়ে তুলেছে।

শাহরুখ খানের একটি রসিক মন্তব্য- ‘এবার কলকাতায় আমার নাইটদের পরিকল্পনা নেই, দিনটা হোক পুরো মেসিময়’-কলকাতার উত্তেজনায় যেন নতুন রং ঢেলে দিয়েছে। তার এই মন্তব্যেই ভক্তদের আনন্দ আরও বেড়ে গেছে।

 

মেসির ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’-এর প্রথম গন্তব্য কলকাতা। ১৪ বছর পর আবার শহরে ফিরছেন তিনি। সল্টলেক স্টেডিয়ামে তাকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো স্টেডিয়াম সেদিন ভরে উঠবে মেসি-উন্মাদনায়, আলোয় আর উচ্ছ্বাসে।

স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাত জনের ‘গোট কাপ’ টুর্নামেন্ট। থাকছে মেসির পেনাল্টি নেওয়ার প্রদর্শনী, যদিও তিনি পুরো ম্যাচ খেলবেন না। শিশুদের জন্য থাকছে ফুটবল কর্মশালা এবং ফুটবল ক্লিনিক। সৌরভ গাঙ্গুলি, ভাইচুং ভুটিয়া ও লিয়েন্ডার পেসের সঙ্গে একই মাঠে দেখা যেতে পারে মেসিকে।

মেসির ভারতের সফরসূচিও এরই মধ্যে চূড়ান্ত হয়েছে- ১৩ ডিসেম্বর কলকাতা, একই দিনে হায়দরাবাদ, ১৪ ডিসেম্বর মুম্বাই এবং ১৫ ডিসেম্বর দিল্লি। মুম্বাইতে তিনি যোগ দেবেন প্যাডেল গোট কাপে, যেখানে উপস্থিত থাকবেন শচীন টেন্ডুলকার, এমএস ধোনি এবং বলিউডের অন্যান্য তারকারা।

শহরজুড়ে এখন শুধু মেসি-জ্বর। রাস্তাঘাট, স্টেডিয়াম, ক্লাব- সব জায়গায় সাজসজ্জা শুরু হয়ে গেছে। শাহরুখের উপস্থিতি এই উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তুলছে। ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়াম সাক্ষী হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্তের, যেখানে ফুটবল ও বিনোদন জগতের দুই মহাতারকা একই আলোয় আলোকিত করবেন কলকাতাকে।