আর্জেন্টিনার ফুটবল অধিনায়ক লিওনেল মেসি এই সপ্তাহে ভারতের মাটিতে পা রাখছেন। শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় হায়দরাবাদে পৌঁছাবেন তিনি। মেসির আগমন ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নানান আয়োজন। শুধু তার খেলা দেখার জন্য নয়, এবার ভক্তদের সুযোগ রয়েছে তার সঙ্গে ব্যক্তিগতভাবে ছবি তোলারও। তবে এই সৌভাগ্য কেবল ১০০ জনের জন্য বরাদ্দ, এবং খরচও কম নয়।
‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে মেসি ভারতে আসছেন। আয়োজকদের বরাতে জানা গেছে, যারা মেসির সঙ্গে ছবি তুলতে চান তাদের জন্য জনপ্রতি খরচ হবে ৯.৯৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকার বেশি। পুরো প্রক্রিয়াটি পরিচালিত হবে বিশেষ একটি অনলাইন অ্যাপের মাধ্যমে। ছবি তোলার স্থান নির্ধারণ করা হয়েছে হায়দরাবাদের ঐতিহাসিক ফালাকনুমা প্যালেসে।
মেসি হায়দরাবাদের বিমানবন্দর থেকে সরাসরি যাবেন রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে সন্ধ্যা ৭টায় শুরু হবে তিন ঘণ্টার একটি বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবে ফুটবল, বিনোদন এবং তারকাদের উপস্থিতি।
প্রদর্শনী ম্যাচের আয়োজনও রয়েছে। ‘অপর্ণা মেসি অল স্টারস’ দলের সঙ্গে খেলবেন মেসি। দুই দলে মোট ১৫ শিশু অংশ নেবে। শেষ পাঁচ মিনিটে মাঠে নামবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
মেসির সঙ্গে সফরে থাকবেন তার বিশ্বকাপজয়ী সতীর্থ রদ্রিগো ডি পল এবং উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ।
হায়দরাবাদে আসার আগে ১৩ ডিসেম্বর সকালে মেসি কলকাতায় পৌঁছবেন। সেখানে যুব ভারতী ক্রীড়াঙ্গনে তার সম্মানে একটি ভাস্কর্য উন্মোচন করা হবে এবং আয়োজন করা হবে একটি প্রীতি ম্যাচ। ১৫ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে সাক্ষাতের কথাও রয়েছে তার।
মেসির আগমন ভারতের ফুটবল ও বিনোদনপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক ইতিহাসিক ঘটনা। তার সঙ্গে ছবি তোলার সুযোগ থাকা শুধু ১০০ ভাগ্যবান ভক্তদের জন্য হলেও, গোটা অনুষ্ঠানটি দেশের ক্রীড়া ও বিনোদন অঙ্গনে আলোড়ন সৃষ্টি করবে।

