বিপিএলে প্রথমবার অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস, আর তারা একের পর এক চমক দেখাচ্ছে। এবার ফ্র্যাঞ্চাইজিটি আরও দুই বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়িয়েছে।
নোয়াখালী এক্সপ্রেস চুক্তি করেছে আফগানিস্তানের পেসার বিলাল সামির সঙ্গে। তিনি আফগান জাতীয় দলে দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন, কিন্তু বিপিএলে এখনও খেলেননি।
এর আগে ফ্র্যাঞ্চাইজিটি চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাতের পেসার ইবরার আহমেদ-কে। জাতীয় দলে অনেক সুযোগ না পেলেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি পরিচিত।
আবুধাবি টি-টেন, ডেকান গ্ল্যাডিয়েটর্স এবং আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছেন ইবরার।
তৃতীয় বিদেশি হিসেবে দলে যুক্ত হয়েছেন আফগানিস্তানের ২৬ বছর বয়সী চায়নাম্যান জহির খান। আইপিএল, পিএসএল, সিপিএল, বিপিএল ও আইএলটি২০-সহ বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
জহিরকে দলে ভেড়ানোর বিষয় নিশ্চিত করে নোয়াখালী এক্সপ্রেস জানিয়েছে, ‘দ্য ম্যাজিকম্যান জহির খান এখন নোয়াখালীর হয়ে খেলবেন। স্বাগতম, জহির!’


