নাটোরের লালপুরে রাতে আঁধারে কৃষক আলী হোসেনের প্রায় ১০ শতাংশ জমির পেঁয়াজ তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মার চরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক আলী হোসেন বলেন, আমার বাসা বাঘা উপজেলার পানিকুমড়া এলাকায় হলেও আমি বিলমাড়িয়া পদ্মার চরে ২ বিঘা জমি বর্গা নিয়ে পেঁয়াজ চাষ করেছিলাম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে জমিতে এসে দেখি প্রায় ১০ শতাংশ জমির পেঁয়াজ তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ওই কৃষক আরও বলেন, গতবছর পেঁয়াজ আবাদ করে ৮০ হাজার টাকা লোকসান হয়েছিল। মনে করেছিলাম এবছর পেঁয়াজের দাম ভালো, কিছুটা লাভ হবে, কিন্তু আমার যা লাভ হওয়ার কথা, সেই পরিমাণ পেঁয়াজ চুরি হয়ে গেছে।
আমরা অন্য উপজেলা থেকে ফসল আবাদ করতে এসেছি, কিন্তু আমাদের ফসলের কোনো নিরাপত্তা নেই। আমাদের ফসলের নিরাপত্তা কে দেবে, কার কাছে গিয়ে বিচার চাইব?
বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিক আলী মিষ্টু বলেন, ঘটনাটি শুনেছি। রাতের অন্ধকারে জমির পেঁয়াজ তুলে নিয়ে গেছে। গ্রাম পুলিশ পাঠিয়েছি সার্জমিনে দেখার জন্য।


