ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৪:৪৯ পিএম
রিয়াল মাদ্রিদ। ছবি- সংগৃহীত

লা লিগার শেষ দুই ম্যাচে রিয়াল মাদ্রিদ বড় ধাক্কা খেল। সম্প্রতি সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে দুই ডিফেন্ডার ফ্রান গার্সিয়া ও আলভারো ক্যারেরাস লাল কার্ড পাওয়ায় মাঠ ছাড়েন। এদিকে বেঞ্চে থাকা এন্ডরিককেও লাল কার্ড দেখানো হয়।

ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তে দেখা যাচ্ছে, রিয়ালকে তাদের শেষ দুই ম্যাচে কয়েকজন মূল খেলোয়াড় ছাড়া খেলতে হবে।

ফ্রান গার্সিয়া সর্বনিম্ন শাস্তি পেয়েছেন—এক ম্যাচ নিষেধাজ্ঞা। তাই ১৪ ডিসেম্বর আলাভেসের বিপক্ষে তিনি খেলতে পারবেন না। তবে আলভারো ক্যারেরাস, এন্ডরিক এবং দানি কারভাহালকে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কারভাহাল ম্যাচে কার্ড না দেখলেও ম্যাচ শেষে স্টেডিয়ামের টানেলে রেফারিদের অসম্মান করার কারণে শাস্তি পান। ফলে রিয়াল মাদ্রিদ তাদের বছরের শেষ দুই লিগ ম্যাচ—আলাভেস ও সেভিয়ার বিপক্ষে এই তিন খেলোয়াড় ছাড়া মাঠে নামবে।

কোচ জাভি আলোনসোর জন্য এখন আর কোনও স্বাভাবিক লেফট-ব্যাক থাকছে না। তবে কারভাহালের অনুপস্থিতি বিশেষ সমস্যা সৃষ্টি করবে না, কারণ তিনি এখনও পুরোপুরি সুস্থ নন।