ঢাকা কলেজ আবৃত্তি সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন ২০২০–২১ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী আমিনুর রশিদ আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আবৃত্তি সংসদের চিফ মডারেটর ও কলেজ অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আমিনুর রশিদ আমিন বলেন, দীর্ঘদিনের কর্মী হিসেবে এই দায়িত্ব পাওয়া তার জন্য গর্বের। তিনি জানান, ভাষা-সংস্কৃতি চর্চা এবং উপস্থাপনা দক্ষতা বৃদ্ধিতে আবৃত্তি সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামনে আরও নিয়মিত ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। নতুন কমিটি ঘোষণার পর মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর এটিএন বাংলায় দলীয় আবৃত্তি পরিবেশন করবে সংগঠনটি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, আবৃত্তি সংসদের দায়িত্ব পাওয়া তার জন্য আনন্দের ও অনুপ্রেরণার। শিক্ষার্থীদের ভাষা-সংস্কৃতি চর্চাকে আরও গতিময় ও সমৃদ্ধ করাই হবে তাঁদের কাজের লক্ষ্য।
ঘোষিত কমিটিতে সহসভাপতি হয়েছেন নাফিজ উর রহমান ও আইনুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আবদুল মতিন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ওলিদ মাহমুদ, অর্থ সম্পাদক মো. সিহাব মৃধা। দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন প্রিন্স এবং প্রচার–প্রকাশনা সম্পাদক মো. আরিফুল ইসলাম।
২০২১ সালের ডিসেম্বরে ‘উচ্চারিত প্রতিটি শব্দই হোক শিল্প’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে ঢাকা কলেজ আবৃত্তি সংসদ। কিছুদিন পর তৎকালীন অধ্যক্ষের নির্দেশে সংগঠনটির কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় সংগঠনটি এখন নতুন উদ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

