ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ লেখা পোস্টটি সরিয়ে নিলেন রাবির সেই শিক্ষক

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০১:৪১ এএম
খন্দকার মাহমুদুল হাসান। ছবি : সংগৃহীত

বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনকে ‘কাফির ও মুরতাদ’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মাহমুদুল হাসান। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ছড়িয়ে পড়ে। দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার পর শেষ পর্যন্ত পোস্টটি প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ১২টার দিকে ফেসবুকে নতুন একটি পোস্ট দিয়ে তিনি আগের পোস্টটি মুছে ফেলার কথা জানান। সেখানে তিনি লিখেছেন, ‘আমার পোস্ট দেওয়ার পর থেকে আমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, যা আমার পরিবার ও আমার জন্য খুবই ভারি হয়ে যাচ্ছে। ঈমান ভঙ্গের মূলনীতির ওপর ভিত্তি করে আমি বিবৃতিটা দিয়েছিলাম। কিন্তু আমার বক্তব্য ফতওয়ার মতো শোনায়। ফতওয়া দেওয়ার অধিকার আলেমদের, আমার নয়। তাই আমি আমার পোস্ট ডিলিট করে দিলাম।’

এর আগে বুধবার দুপুরে তিনি তার ব্যক্তিগত অ্যাকাউন্টে লেখেন, ‘আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন।’ মুহূর্তেই পোস্টটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শিক্ষাঙ্গনসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সমালোচনার চাপ বাড়তেই শেষ পর্যন্ত পোস্টটি মুছে ফেলেছেন রাবির এই শিক্ষক। তবে তার মন্তব্যকে ঘিরে বিতর্ক থামেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমিতির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।