জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের কঠোর সতর্কবার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ধানের শীষ বিজয়ী না হলে দেশ রক্ষা পাবে না। এখন আর বসে থাকার সময় নেই, কারণ এটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়- একটি ‘যুদ্ধ’।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ অনুষ্ঠানে যুবদল ও কৃষকদলের নেতাদের সামনে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, দেশের সামনে যেসব সংকট তৈরি হয়েছে, সেগুলো মোকাবিলায় বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল কার্যকর পরিকল্পনা দিতে পারেনি। তার ভাষায়, দেখে দিন তো—আর কোনো দল কি জনগণের সামনে এমন স্ট্রেট কাট প্ল্যান দিয়েছে? পারে নাই।
তিনি দাবি করেন, বিএনপি যে পরিকল্পনা- ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, ফার্মার্স কার্ড, পরিবেশ রক্ষা, বেকারত্ব সমাধান ও শিক্ষার উন্নয়ন; উপস্থাপন করেছে, তা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ এগোতে পারে। আর তাই এই পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেতাকর্মীদেরই নিতে হবে।
তার মতে, অতীতে সংকটময় মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্ব পেলে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়া পরিস্থিতি সামাল দিয়েছেন। এখন সেই দায়িত্ব এসেছে বর্তমান প্রজন্মের কাঁধে।
সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, এটা রাজনৈতিক প্রতিযোগিতা না। মানুষের জন্য, দেশের জন্য আমাদের যুদ্ধ। ঘরে বসে থাকলে চলবে না। মানুষকে কনভিন্স করতে হবে—এর কোনো বিকল্প নাই।
তিনি আরও বলেন, পরিকল্পনা কাগজে থাকলে হবে না, এগুলো বাস্তবায়নে মাঠে নামতে হবে। আমরা শুরু করব, পরবর্তী জেনারেশন কনটিনিউ করবে। এটার শেষ নাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। যুবদল ও কৃষকদলের নেতারা সেখানে বক্তব্য দেন।

