ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

গণঅধিকারে আসতে চান আসিফ, দাবি রাশেদ খানের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৯:০৭ পিএম
আসিফ মাহমুদ সজীব ও মো. রাশেদ খান। ছবি - সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে আজ বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে কোন দল থেকে তিনি সংসদ নির্বাচনে অংশ নেবেন- সে বিষয়ে দীর্ঘদিন জল্পনা থাকলেও বুধবার সন্ধ্যায় নতুন ইঙ্গিত পাওয়া গেছে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান জানিয়েছেন, আসিফ মাহমুদ পুনরায় তাদের দলে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

রাশেদ খান বলেন, গণঅধিকার পরিষদে আসতে চান আসিফ মাহমুদ। আগেও তিনি গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত থাকায় নেতৃত্ব পর্যায়ে তাকে ফেরানোর বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। এ নিয়ে আলোচনাও চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আসিফ মাহমুদকে সেক্রেটারির পদ ছাড়তে প্রস্তুত কি না এমন প্রশ্নে রাশেদ খান বলেন, আসিফ মাহমুদকে অবশ্যই সম্মানজনক পদ দেয়া হবে। তিনি আগেও আমাদের সঙ্গে ছিল। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে সন্ধ্যায় যমুনাতে গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ।

বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘আমি নির্বাচন করবো, এটা নিশ্চিত। তবে পদত্যাগের বিষয়ে এখনই কিছু বলতে পারব না। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হবে।’

রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা রয়েছে যে, তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন। এরই মধ্যে তিনি এই আসনের ভোটারও হয়েছেন।

অন্যদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ নিয়েও দিনভর গুঞ্জন ছড়ায়। শেখ হাসিনার সরকার পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তাতে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিনজন ছাত্রনেতা উপদেষ্টা হিসেবে যোগ দেন।

নাহিদ ইসলাম প্রথমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে তিনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনে যুক্ত হতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।


সূত্র : চ্যানেল ২৪