ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

করাচিতে অনার কিলিং

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ১২:৩৬ এএম

পাকিস্তানের করাচির গিজরি এলাকায় অনার কিলিংয়ের শিকার হয়েছেন এক মা ও তার কিশোরী মেয়ে। বুধবার স্থানীয় পুলিশ ৪৩ বছর বয়সি কুলসুম এবং তার ১১ বছর বয়সি মেয়ে মরিয়মকে হত্যা করার অভিযোগে কুলসুমের স্বামী সামিউল্লাহকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে। তদন্ত কর্মকর্তারা জানান, সামিউল্লাহ ছুরিকাঘাতে হত্যা করার বিষয়টি স্বীকার করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে। ভুক্তভোগীর ভাই ফয়সাল খানের দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত চলছে। জানা গেছে, সামিউল্লাহ দুই থেকে আড়াই মাস আগে অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং মাত্র তিন দিন আগে জামিনে মুক্তি পান। পরিবারটির সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল বলে ধারণা করছে পুলিশ। পাকিস্তানে অনার কিলিং একটি দীর্ঘদিনের সামাজিক সমস্যা। দেশটির মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত অনার কিলিংয়ে অন্তত ৩৪৬ জন নারী-পুরুষ নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব ঘটনার বেশির ভাগই পারিবারিক বিরোধ, সামাজিক নিয়ন্ত্রণ ও নারীর ওপর পিতৃতান্ত্রিক আধিপত্যের কারণে সংঘটিত হয়। করাচির এই সাম্প্রতিক হত্যাকা- আবারও দেশটিতে নারীর নিরাপত্তাহীনতা ও আইনি সুরক্ষার ঘাটতির বিষয়টি সামনে নিয়ে এসেছে।