ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

রাজধানীতে ককটেল বিস্ফোরণ

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ১২:৩৪ এএম
ফাইল ছবি

রাজধানীর রমনা থানার মৌচাক এলাকার ফরচুন মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হয়নি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরণটি ঘটে বলে নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম টুটুল। 

তিনি বলেন, ফরচুন মার্কেটের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।