ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

২ দিন বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক, জানুন বিকল্প রুট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ১০:১০ পিএম
ঢাকা শহরের একটি রাস্তা। ছবি- সংগৃহীত

শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিদেশি কূটনীতিক ও অন্যান্য ভিআইপিদের যাতায়াতকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে দুই দিন যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় নাগরিকদের বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত দুটি গণবিজ্ঞপ্তিতে রোববার ও মঙ্গলবারের জন্য সড়ক নির্দেশনা বিস্তারিত জানানো হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দুদিনই ভোররাত থেকে সকাল পর্যন্ত নির্দিষ্ট সড়কগুলো সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ থাকবে। তাই নগরবাসী, যানবাহন মালিক ও চালক—সবার সহযোগিতা প্রয়োজন।

শহীদ বুদ্ধিজীবী দিবস (রোববার): যে সড়কগুলো বন্ধ থাকবে

সময়: ভোর ৩টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট।
বন্ধ সড়ক: মাজার রোড ক্রসিং থেকে মিরপুর-১ নম্বর ক্রসিং পর্যন্ত পুরো মিরপুর মাজার রোড। এই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বিকল্প সড়কসমূহ

  • আশুলিয়া → মিরপুরগামী যান: নবাবেরবাগ ক্রসিং → গুদারাঘাট → রাইনখোলা (চিড়িয়াখানা সড়ক)।
  • মাজার রোড → শাহআলী মাজার এলাকা: টেকনিক্যাল মোড় → আনসার ক্যাম্প → বাঙলা কলেজ → মিরপুর-১।
  • মিরপুর-১০ → গাবতলীমুখী যান: মিরপুর-১ → তানিন গ্যাপ → নবাবেরবাগ/দিয়াবাড়ি → ব্রাদার্স গ্যাপ → গাবতলী।
  • গাবতলী → ঢাকামুখী যান: ব্রাদার্স গ্যাপ → বেড়িবাঁধ → দিয়াবাড়ি → নবাবেরবাগ → গুদারাঘাট → চিড়িয়াখানা সড়ক।
  • দারুসসালাম এলাকা: গোলারটেক → পালপাড়া ঘাট → গাবতলী বেড়িবাঁধ → দিয়াবাড়ি/নবাবেরবাগ।

বিজয় দিবস (মঙ্গলবার): যে সড়কগুলো বন্ধ থাকবে

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণে রাষ্ট্রপতি ও ভিআইপিদের যাতায়াত থাকবে সাভার এলাকায়। এজন্য ঢাকার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকবে।

সময়: ভোর ৩টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট
বন্ধ সড়ক: গাবতলী → আমিনবাজার ব্রিজ → সাভার রোড পুরোপুরি চলাচল নিষিদ্ধ থাকবে।

বিকল্প সড়কসমূহ

  • গাবতলী → সাভার: বিমানবন্দর সড়ক → আব্দুল্লাহপুর → আশুলিয়া → সাভার।
  • কল্যাণপুর/টেকনিক্যাল → ঢাকার বাইরে: টেকনিক্যাল মোড় → মিরপুর-১ → দিয়াবাড়ি → বাইপাস রুট।
  • আরিচা → ঢাকা: নবীনগর বাজার → আশুলিয়া → ঢাকা।
  • টাঙ্গাইল → ঢাকা: কালিয়াকৈর → গাজীপুর চৌরাস্তা → টঙ্গী → রাজধানীতে প্রবেশ।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস—দেশের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠান। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সড়ক বন্ধ থাকলেও নাগরিকদের সহযোগিতাই ওইদিনের কর্মসূচি নির্বিঘ্ন করতে সাহায্য করবে।