রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পথচারীরা গুলিবিদ্ধ আব্দুর রহমানকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। আব্দুর রহমানের বাসা শ্যামবাজার এলাকায়।
ওসি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি নয়ন নামের এক যুবক তাকে গুলি করে পালিয়ে গেছে। এ ছাড়া বিস্তারিত আর কিছু জানতে পারিনি।’
এক মাস আগে গত ১০ নভেম্বর একই এলাকায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারেক সাইফ মামুনকে গুলি করে হত্যা করা হয়।

