ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

পিস ইন্টারন্যাশনালের উদ্যোগে মানবাধিকার দিবস উদযাপন

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৮:৩০ পিএম
র‌্যালিতে ব্যানার–প্ল্যাকার্ড হাতে অংশ নেন নানা বয়সী মানুষ। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামে নানান আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকালে 'নীরবতা অপরাধীকে প্রশ্রয় দেয়'-এই প্রতিপাদ্যকে ধারণ করে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম জামালখান প্রেসক্লাবের সামনে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিতে ব্যানার–প্ল্যাকার্ড হাতে অংশ নেন নানা বয়সী মানুষ। শান্তির বার্তা পৌঁছে দিতে অনুষ্ঠানের উদ্বোধনে আকাশে কবুতর উড়িয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদুল করিম কচি।

তিনি বলেন, দেশ এবং দেশের বাইরে নানান ভাবে মানবাধিকার লঙ্গিত হচ্ছ। আজ বিশ্বমানবাধিকার দিবসে আমাদের সবাইকে অধিকারের ব্যাপারে সোচ্চার হতে হবে।

যেখাইনে মানুষের অধিকার লঙ্গন হবে সেখাইনে আমাদের পিস ইন্টারন্যাশ এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।

সংগঠনের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী বলেন, আজ বিশ্বমানবাধিকার দিবসে আসুন আমরা আমাদের অধিকারের বিষয়ে সোচ্ছার হই। সমাজের সবাই এগিয়ে আসলে ‍ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।

আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সমাজের অবহেলিত মানুষের ভাগ্যন্নয়নেও আমরা কাজ করতে চাই। তাহলেই আমাদের প্রচলিত সামাজিক ব্যবস্থার পরিবর্তন হবে।

অনুষ্ঠানে হেলাল সিকদার, এডভোকেট তৌফিক, এডভোকেট আয়াতুল্লাহ, মো. ইমরান, মো. বেলাল, মো. তুহিন, মো. শাহীন, মো. মামুনজুলি, পূর্ণিমা, তানহা সহ হাজারো মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন।

সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী অনাথ ছেলে-মেয়েদের অংশগ্রহণে এবারের র‌্যালি ও মানববন্ধন বেশি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা মানবাধিকারের সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।