ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

প্রার্থী বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল বিএনপি নেতাকর্মীদের

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৮:৫৮ পিএম
টাঙ্গাইলে বিএনপির নেতাকর্মীদের কাফনের কাপড় পরে কফিন। ছবি- রূপালী বাংলাদেশ

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা কাফনের কাপড় পরে কফিন মিছিল করেছেন। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভায় সমাপ্ত হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ও হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন। এ অবস্থায় একটি সিন্ডিকেট টাঙ্গাইল-৫-সহ বেশ কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা করেছে।

তারা অভিযোগ করেন, সদরের স্থানীয় ও ত্যাগী নেতাদের উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে বহিরাগত প্রার্থীর পক্ষে।

পথসভায় জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, সহসভাপতি মামুন সরকার প্রমুখ বক্তব্য রাখেন। তারা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান এবং সমর্থকরা ঐক্যবদ্ধ থেকে মনোনয়ন বাতিলের দাবি পুনরায় জানিয়েছেন।

মিছিল ও পথসভায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।