ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ফার্মগেটের সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০২:০০ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর ফার্মগেট মোড় থেকে সরে গেছেন তেজগাঁও কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে তারা সড়ক ছাড়েন, এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮) নিহত হওয়ার প্রতিবাদে সকাল ১০টা ২০ মিনিট থেকে শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। 

ফলে ফার্মগেট, কারওয়ান বাজার ও আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শিক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাস থেকে বের হয়ে প্রথমে কলেজের সামনে বিক্ষোভ করেন, পরে ফার্মগেট মোড়ে গিয়ে সড়ক অবরোধে বসেন বলে জানান তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক শ শিক্ষার্থী স্লোগান দিতে দিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে অংশ নেন।

‘তেজগাঁও কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ, মিছিল, মানববন্ধন সাকিব হত্যার বিচার চাই’ শিক্ষার্থীদের ব্যানারে এমন লেখা দেখা যায়।

এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান ইসলাম বলেন, আমাদের সহপাঠীকে হত্যা করা হয়েছে। যারা এই হামলা করেছে, তাদের বিচার করতে হবে। আমরা ফাঁসি চাই।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল রহমান জানান, সাকিবুল হত্যার ঘটনায় মামলা হয়েছে। দায়ীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়।