ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

সংবাদ সম্মেলনে কৃষ্ণ নন্দীর দাবি

জামায়াতের প্রার্থী হওয়ায় ভারত থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন

খুলনা ব্যুরো
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ১২:১৭ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা-১ আসনের মনোনীত প্রার্থী ও দলটির হিন্দু শাখার নেতা কৃষ্ণ নন্দী। তার অভিযোগ, হিন্দু হয়ে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া ও দলটির প্রার্থী হওয়ার কারণে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে কৃষ্ণ নন্দী বলেন, ভারতে অবস্থানরত বিতর্কিত ওয়ার্ল্ড হিন্দু নেতা শিপন কুমার বসুর মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানাতে আপনাদের সামনে হাজির হয়েছি। সে একজন ব্ল্যাকমেইলার, আন্তর্জাতিক চাঁদাবাজ। সে আমার মোবাইল নম্বরে ম্যানেজ করে বিভিন্ন কৌশলে আমার সাথে যোগাযোগ করে আমাকে অকথ্য ভাষায় গালাগাল এবং জীবননাশের হুমকি দিয়ে বলেÑ আমি হিন্দু হয়ে কেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করে হিন্দু ধর্মকে বিতর্কিত করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষ্ণ নন্দী বলেন, ‘আমি জামায়াতে ইসলামীতে থেকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছি। নির্বাচনের মাঠে সব ধর্মের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।’ এ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি কৃষ্ণ নন্দীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ৩ নভেম্বর খুলনা মহানগর জামায়াত কার্যালয়ে জেলার কর্মী সমাবেশে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জেনারেল ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।