ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

বিয়ে ও তালাকের ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করতে হাইকোর্টের নির্দেশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ১২:১৫ এএম

বিয়ে ও তালাকের তথ্য ডিজিটাল পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আবেদনকারীদের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। রায়ের পর তিনি সাংবাদিকদের জানান, ‘বিয়ে ও তালাক সম্পর্কিত প্রতিটি তথ্য সরকারি ডিজিটাল ব্যবস্থাপনায় সুরক্ষিত রাখতে এবং একটি নির্ভরযোগ্য কেন্দ্রীয় ডেটাবেজ গড়ে তুলতেই আদালতের এই নির্দেশনা। ফলে তথ্য গোপন, একাধিক বিবাহ লুকানো, গোপন বিয়ে, তালাকের সত্যতা প্রমাণের জটিলতাসহ বহু সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল নিবন্ধন চালু হলে নাগরিকদের সামাজিক মর্যাদা রক্ষা, সুবিচার প্রতিষ্ঠা এবং সমাজে পারস্পরিক বিশ্বাস পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।’

এর আগে, বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশনের নির্দেশনা চেয়ে ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানার আগের স্বামী রাকিব হাসানসহ তিন ব্যক্তি ও একটি সংগঠন ২০২১ সালের ৪ মার্চ রিট দায়ের করেন। পরদিন ২৩ মার্চ হাইকোর্ট রুল জারি করে। রুলের চূড়ান্ত শুনানি শেষ হয় চলতি বছরের ২০ নভেম্বর এবং গতকাল রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। রায়ের ফলে এখন দেশের সব বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থায় বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।