আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরিচালনার জন্য ৩০০ সংসদীয় আসনে মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নাসির উদ্দিন কমিশন। এর মধ্যে মাত্র তিনজন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তা- যারা নিজেদের ক্যাডারের- রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ইসি সচিবালয়) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। একইভাবে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চট্টগ্রাম-১১ আসনের এবং খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা-৩ আসনের দায়িত্বে থাকবেন।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ দেশের সব জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তফসিল ঘোষণা পরবর্তী রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭ এর দফা (১) ও (২) এবং গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৫ অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে।
মোট ৬৯ জন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

