ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনে বিক্ষোভ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০১:২৪ পিএম
ছবি- সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকার সামনে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে। ঠিক দুপুর ১২টার দিকে শখানেক বিক্ষোভকারী মিছিল নিয়ে হাজির হয়ে বিসিবির সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও সহসভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

স্টেডিয়ামের মূল গেটের বাইরে ব্যানারহীন এই বিক্ষোভে ‘হুঁশিয়ার, সাবধান’, ‘আসিফের দালালেরা হুঁশিয়ার’, ‘সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও’- এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। বিক্ষোভের কারণে সাময়িক সময়ের জন্য রাস্তায় যান চলাচলও বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্টেডিয়াম এলাকার ভেতর ও বাইরে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভকারীরা বিসিবি কার্যালয়ের সামনে না দাঁড়িয়ে সড়কেই প্রায় দশ মিনিট স্লোগান দিয়ে মিছিল করেন এবং পরে সরে যান।

বিক্ষোভের কারণে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম মূল গেট দিয়ে প্রবেশ করতে না পেরে অন্য পথ ব্যবহার করতে বাধ্য হন।

কী দাবি বিক্ষোভকারীদের?

বিক্ষোভকারীদের দাবি- বিসিবির কয়েকজন পরিচালকের দুর্নীতির তদন্ত করতে হবে। নিজেদের পরিচয় জানতে চাইলে তারা বলেন, তারা ‘স্থানীয় সাধারণ জনগণ’। তবে আসিফ মাহমুদের পদত্যাগের পরদিনই কেন মিছিল- এই প্রশ্নের স্পষ্ট জবাব দিতে পারেননি কেউ।

তারা জানান, বর্তমান সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। তবে সহসভাপতি ফারুক আহমেদকে ‘সিন্ডিকেটের মূল হোতা’ বলে দাবি করলেও যখন বলা হয় বিসিবির সভাপতি ফারুক নয়, আমিনুল- তখন তারা নীরব হয়ে পড়েন।

অল্প সময়ের এই আকস্মিক বিক্ষোভ বিসিবি কার্যালয় এলাকায় এক ধরনের অস্বস্তি তৈরি করলেও বড় কোনো অঘটন ছাড়াই শেষ হয়।