নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় জুয়েল মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া জুয়েল মিয়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। অভিযুক্ত চিকিৎসক আজিমুল সাদাত সুমন স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।
পরিবারের দাবি, শ্বাসকষ্ট, গলা ব্যথা ও জ্বর নিয়ে ৯ ডিসেম্বর জুয়েলকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে তার অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা কর্তব্যরত চিকিৎসককে ডাকাডাকি করলেও তিনি সাড়া দেননি। নার্সরা একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ভোর ৪টার দিকে জুয়েল মারা যান। ঘটনার পর রাতের শিফটে দায়িত্বে থাকা চিকিৎসক কাউকে না জানিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
কর্তব্যরত নার্স অমৃতা হাজং বলেন, আমরা স্যারকে অনেকবার ডাকলাম, কিন্তু তিনি আসেননি। অন্তত রোগীকে একবার দেখলেও এমন হতো না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে ডা. আজিমুল সাদাত সুমনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
আটপাড়া থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি এবং বিষয়টি তার জানা নেই।


