সিঙ্গাপুর ভিত্তিক টেরাফর্ম ল্যাবের সহ প্রতিষ্ঠাতা দক্ষিণ কোরিয়ার ক্রিপ্টো উদ্যোক্তা দো কউনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের এক আদালত। দো কউন টেরাফর্ম ল্যাবের মাধ্যমে টেরাইউএসডলার ও লুনা ডিজিটাল কয়েন নামে দুটি অনলাইন মুদ্রা চালু করে জালিয়াতির আশ্রয় নেওয়ায় তাকে এ কারাদণ্ড দেওয়া হয়।
একসময় ক্রিপ্টো জগতের জনপ্রিয় টেরা ইউএসডি এবং লুনা ২০২২ সালের মে মাসে ভেঙে পড়ে, যা বিনিয়োগকারীদের জন্য ব্যাপক ক্ষতি ডেকে আনে। বিশেষজ্ঞরা এটিকে একটি উন্নত পিরামিড জালিয়াতি হিসেবে বর্ণনা করেছেন। এই প্রতিষ্ঠান ধসে বিনিয়োগকারীদের ক্ষতি হয় ৪০ বিলিয়ন ডলার , যার ফলে বৈশ্বিক ক্রিপ্টো বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে।
আদালতে বিনিয়োগকারীদের ভুল পথে পরিচালনার দায় স্বীকার করেছেন কউন। দক্ষিণ কোরিয়ায়ও জালিয়াতির মামলায় অভিযুক্ত আছেন তিনি।
কউন দুর্ঘটনার আগে দক্ষিণ কোরিয়া ত্যাগ করেন এবং ২০২৩ সালের মার্চে মন্টেনেগ্রোর পডগরিকা বিমানবন্দরে দুবাই যাওয়ার চেষ্টা করার সময় জাল কস্টা রিকা পাসপোর্টসহ আটক হন। পরে তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়।



