ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

নারী ভোটারদের উৎসাহ দিতে বিএনপির মহিলা সমাবেশ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ১২:৩১ পিএম
সমাবেশে শত শত নারী কর্মী অংশ নেন। ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ধানের শীষের পক্ষে সমর্থন আদায় ও নারী ভোটারদের উৎসাহ দিতে এক প্রাণবন্ত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার কুমিরা ইউনিয়ন মহিলা দলের আয়োজনে ‘একটি কমিউনিটি সেন্টার’ প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে শত শত নারী কর্মী অংশ নেন।

এ সময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাহউদ্দিন।

তিনি বলেন, নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। আজকের এই উপস্থিতি প্রমাণ দেয়, পরিবর্তনের মঞ্চ তৈরি হয়ে গেছে। ধানের শীষে ভোট দিয়ে আশা-আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হবে।

তিনি আরও যোগ করেন যে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জনগণের সমর্থন দ্রুত ধানের শীষের দিকে ঝুঁকছে।

মহিলা দল নেতৃবৃন্দরা জানান, নারী সমাজ এখন পরিবর্তনের অগ্রদূত। তারা বলেন, নারী জাগলেই দেশ জাগবে, গণতন্ত্র জাগবে। আমরা শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র চাই-আর সে পথেই ধানের শীষ।

সমাবেশের পুরো সময়জুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ। নারীদের হাতে ধানের শীষের প্রতীক সম্বলিত ব্যানার-ফেস্টুন, স্লোগান আর করতালিতে প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। সমাবেশ শেষে সবাই ঐক্য ও পরিবর্তনের বার্তা নিয়ে মাঠ ছাড়েন।

মোটর শোভাযাত্রায় দারোগাহাট থেকে অলংকার পর্যন্ত রাস্তাজুড়ে মানুষের ঢল সন্ধ্যার দিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে এবং ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন প্রদর্শনের লক্ষ্যে একটি বিশাল মোটর শোভাযাত্রা বের করা হয়।

দারোগাহাট থেকে শুরু হয়ে অলংকার মোড় পর্যন্ত দীর্ঘ এই শোভাযাত্রায় শত শত মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ অংশ নেয়। পথজুড়ে দলীয় নেতাকর্মীদের স্লোগানে উৎসবের আবহ সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক বছর গুলোতে সীতাকুণ্ডে এত বড় ও সুশৃঙ্খল মোটর শোভাযাত্রা দেখা যায়নি।

শোভাযাত্রায় অংশ নিয়ে কর্মী–সমর্থকরা বলেন, এবারের নির্বাচনে পরিবর্তন অনিবার্য। ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব ঘটবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার সাথে সাথে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চসিক-৯, ১০ নং ওয়ার্ডে) ধানের শীষের পক্ষ থেকে তপশিলকে স্বাগত জানিয়ে মোটর শোভাযাত্রাটি বড় দারোগাহাট থেকে অলংকার মোড়ে এসে শেষ হয় ধানের শীষের সমর্থনে শান্তিপূর্ণ সমাবেশের মধ্য দিয়ে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন-বিএনপি উপজেলা সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন, উপজেলা সাবেক বিএনপি সদস্য সচিব গাজী সুজা উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সেক্রেটারি জয়নাল আবেদীন দুলাল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এম আর চৌধুরী মিল্টন, ১ নং সৈয়দপুর ইউনিয়ন সভাপতি কাজী এনামুল বারী, ২ নং বারৈযাঢালা ইউনিয়ন সভাপতি মো. জাফর ভূইয়া, পৌরসভার বিএনপি সাবেক সেক্রেটারি সামছুল আলম আজাদসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।