ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

হাদিকে গুলি, উদ্ধার হলো গুরুত্বপূর্ণ আলামত

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৭:৫৭ পিএম
ছবি- সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ও সিআইডি দুটি গুলির খোসা উদ্ধার করেছে, যা গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

সংস্থাটি জানায়, খোসাগুলো গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দ করা হয়েছে, যার পরীক্ষা করে অস্ত্রের ধরন ও উৎস শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আড়াইটার দিকে মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঢামেকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, হাদির মস্তিষ্কে গুলি লেগেছে এবং তার অস্ত্রোপচার চলমান।

এদিকে, গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন পর্যবেক্ষণের জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আপ নেতা রাফে সালমান রিফাত।

উল্লেখ্য, হাদিকে আগেও নাম-অজ্ঞাত হুমকি দেওয়া হয়েছিল। গত নভেম্বর মাসে তিনি জানিয়েছিলেন, দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাকে হত্যা, বাড়িতে আগুন, পরিবারের ওপর হামলার হুমকি দেওয়া হয়েছে।