ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

খুলে রাখা হয়েছে ওসমান হাদির মাথার খুলির একটি বড় অংশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৯:২৮ পিএম
খুলে রাখা হয়েছে ওসমান হাদির মাথার একটি বড় অংশ। ছবি- সংগৃহীত

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মস্তিষ্কে গুরুতর ইনজুরি ও বিপজ্জনক প্রেসার বৃদ্ধির কারণে চিকিৎসকরা তার মাথার খুলির একটি বড় অংশ অপসারণ করে খুলে রেখেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের কাছে হাদীর সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। তিনি জানান, ঢামেকে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর পরিবারের অনুরোধে হাদীকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ডা. আবু জাফর বলেন, ‘হাদী যখন হাসপাতালে আসেন, তখন তার জিএস স্কোর ছিল সবচেয়ে নিচের স্তরে, যা ৩ থেকে ১৫ স্কেলে সবচেয়ে গুরুতর অবস্থাকে নির্দেশ করে। তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক ছিল না, তাই তাকে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে রাখা হয়েছে।’

তিনি আরও জানান, গুলিটি হাদীর ডান কানের পাশ দিয়ে মাথায় ঢুকে বাম পাশ দিয়ে বের হয়েছে, ফলে বাম পাশে বড় ক্ষত সৃষ্টি হয়েছে। গুলির ছোট ধাতব অংশ বা প্রিলেট মস্তিষ্কের ভেতরে রয়ে যায়, যা থেকে ব্রেনে ফোলাভাব ও চাপ বিপজ্জনকভাবে বেড়ে যায়। প্রেসার কমিয়ে আনা ও রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনতেই নিউরোসার্জন ডা. জাহিদ রায়হান ও তার টিম অস্ত্রোপচারে মাথার খুলির একটি অংশ খুলে দেন। 

চিকিৎসকরা জানান, হাদীর অবস্থার অবনতি থামানো গেলেও পরিস্থিতি এখনো অত্যন্ত সংকটাপন্ন।

সরকারি সিদ্ধান্ত ছিল তাকে সিএমএইচে স্থানান্তরের, তবে পরিবার হাদীকে এভারকেয়ার হাসপাতালে নিতে অনুরোধ করলে সেই সিদ্ধান্ত বদলানো হয়। হাদীর পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।