ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষ ইসলামি চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘তরুণ রাজনীতিক ও অ্যাক্টিভিস্ট শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। আল্লাহ তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন।’
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকার জন্য সুপরিচিত। শুক্রবার দুপুরে রাজধানীর পল্টন এলাকায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার কান ও মাথায় লাগে। ঘটনাস্থলে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাদি বর্তমানে ঢাকা মেডিকেলের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন আছেন। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

