ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের অন্যতম সহযোদ্ধ, জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোদ্ধা এবং সবসময় আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যের বিরুদ্ধে কথা বলা শরিফ ওসমান হাদি আমাদের বরিশালেরই সন্তান। শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসীরা গুলি করেছে।
তিনি বলেন, ‘নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে, তপশিল ঘোষণার পরে আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখতে পাচ্ছি। ফ্যাসিস্ট যারা আছে এবং ভারতের প্রেসক্রিপশনে যত ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আল্লাহ তায়ালা যেন সেই ষড়যন্ত্র থেকে আমাদের মুক্ত রাখে। পাশাপাশি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি, শরিফ ওসমান হাদিকে যারাই গুলি করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার নেপথ্যে যারা আছে তাদের খুঁজে বের করতে হবে।’
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়ার শহীদ জিয়া মাঠে পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। জুলাই বিপ্লবের পরে আমাদের নাগরিকরা যদি এখনো পর্যন্ত নিরাপদ না হয়ে উঠতে পারে, নাগরিকদের জন্য যদি নিরাপত্তা নিশ্চিত না করতে পারি তাহলে অন্তর্বর্তী সরকারের এটি একটি বিশাল ব্যর্থতা। আমরা অনুরোধ করব এ ঘটনার সাথে যারা জড়িত সেই সন্ত্রাসীদের দ্রুত যেন চিহ্নিত করা হয়, একই সাথে আমাদের হাদি ভাইয়ের চিকিৎসা যেন রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা হয়।’
তিনি আরও বলেন, ‘পিরোজপুরের সাথে যে নামটি জড়িত সেটি হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার আধিপত্যের বিরুদ্ধে লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই ইনসাফের পক্ষে লড়াই, সত্যের পক্ষে লড়াই দেখে আমরা উজ্জীবিত হয়েছি। আল্লামা সাঈদীকে যেদিন হত্যা করা হয় সেদিন আমরা প্রতিজ্ঞা করেছি তাকে যারা কারাগারে অন্যায়ভাবে আটকে রেখেছে যারা অন্যায়ভাবে তাকে হত্যা করেছে তাদের শেষ দেখে ছাড়ব। সেদিনই আমরা শপথ করেছিলাম খুনি হাসিনার পতন আমরা নিশ্চিত করে ছাড়ব। আজকের তরুণ প্রজন্মের যে চিন্তা আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তাদের যে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে তাদের যে লড়াই, ইনসাফের পক্ষে তাদের যে লড়াই সেই লড়াইয়ের বীজ আল্লামা সাঈদী বপন করে গিয়েছেন।’
পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন সোসাইটির সভাপতি আফজাল হোসাইন শোয়াইবের সঞ্চালনায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জামায়াতে ইসলামীর ভান্ডারিয়া উপজেলা আমির মো. আমীর হোসাইন, ছাত্রশিবিরের জেলা সভাপতি আল ইমরান খানসহ আরও অনেকে।

