ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নারী কাবাডিতে প্রথম পদক জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৫:৫৫ পিএম
ছবি- সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান যুব গেমসের ইতিহাসে প্রথম পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। বাহরাইনের মানামায় অনুষ্ঠিত তৃতীয় আসরে অনূর্ধ্ব-১৮ নারী কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে এই ঐতিহাসিক অর্জন নিশ্চিত করে।

আজ বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ নারী কাবাডি দল ৪৭-৪০ পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে ব্রোঞ্জ পদক লাভ করে। প্রথম দুই এশিয়ান যুব গেমসে পদকশূন্য থাকার আক্ষেপ ঘুচল এই তরুণীদের হাত ধরে।

যুব এশিয়ান গেমসের নারী কাবাডিতে এবার মাত্র পাঁচটি দল (বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড) অংশ নেয়। এই ইভেন্টের নিয়ম অনুযায়ী, চতুর্থ স্থান অধিকারী দলও ব্রোঞ্জ পদক পায়। 

ফলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে আজকের ম্যাচটি কার্যত ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছিল। এর আগে দুই দলই নিজেদের প্রথম তিনটি ম্যাচ যথাক্রমে ইরান, ভারত ও থাইল্যান্ডের কাছে হেরেছিল।

ব্রোঞ্জ নিশ্চিত করার এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র। তবে প্রথমার্ধে বাংলাদেশ ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ালেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলই ২২ পয়েন্ট করে স্কোর করে। 

শেষ পর্যন্ত প্রথমার্ধের ৭ পয়েন্টের লিড ধরে রেখে বাংলাদেশ ৪৭-৪০ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেয় এবং নিশ্চিত করে দেশের প্রথম পদক। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ দলের খেলোয়াড়রা।