জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জিমনেসিয়ামে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ফাতেমা তুজ জোহরা এবং ইংরেজি বিভাগের মো. আলী। টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের আলভি খোরশেদ এবং প্রত্নতত্ত্ব বিভাগের পাঅং বম।
বুধবার (২০ অক্টোবর) বিকেলে জিমনেসিয়ামে অনুষ্ঠিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ছাত্রীদের ফাইনাল খেলায় পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ফাতেমা তুজ জোহরা ইংরেজি বিভাগের সিফাত আরা রুমকিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। ছাত্রদের প্রতিযোগিতায় ইংরেজি বিভাগের মো. আলী অর্থনীতি বিভাগের দীপঙ্কর ঘোষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন।
টেবিল টেনিস প্রতিযোগিতার ফাইনাল খেলায় পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের আলভি খোরশেদ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। ছাত্রদের মধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের পাঅং বম ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের রিইয়াং ম্রোকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান, শারীরিকি শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।