জেলা প্রশাসকের উপস্থিতি বিলম্বে ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করেছেন কিশোরগঞ্জের স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘পাগলা মসজিদ পরিচালনাবিষয়ক বিশেষ মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নির্ধারিত সময় বিকেল ৪টায় সাংবাদিকসহ অতিথিরা উপস্থিত থাকলেও জেলা প্রশাসক ফৌজিয়া খান আসেন বেলা ৫টার পর। এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে সভাস্থল ত্যাগ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্ধারিত সভার সময় জেলা প্রশাসক নিজ কক্ষে কয়েকজনকে নিয়ে গোপন বৈঠকে বসেন। সাংবাদিকরা বৈঠক শেষে প্রোগ্রাম শুরু না হওয়ায় বিষয়টি জানতে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করতে চাইলে অফিস সহকারীরা বাধা দেন। পরে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রিয়াদ হোসেনকে সাংবাদিকরা অনুরোধ করেন বিষয়টি জানাতে। কিছুক্ষণ পর জেলা প্রশাসক অন্য দরজা দিয়ে সম্মেলন কক্ষে প্রবেশ করেন।
সাংবাদিকদের অভিযোগ, জেলা প্রশাসকের এমন আচরণ অশোভন ও দায়িত্বশীল পদে থাকা একজন কর্মকর্তার জন্য অনভিপ্রেত। তারা বলেন, ‘যিনি সময়ের মূল্য বোঝেন না, তিনি অন্যদের কাছ থেকে শৃঙ্খলা আশা করতে পারেন না।’
সভাস্থলে উপস্থিত কয়েকজন গণমাধ্যমকর্মী জানান, বিলম্বের কারণ জানতে চাইলে জেলা প্রশাসক কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি। এমনকি সাংবাদিকরা বাইরে অপেক্ষা করছেন—এ তথ্যও তার জানা ছিল না বলে তিনি মন্তব্য করেন।