সিভিল অ্যাভিয়েশন একাডেমিতে অনুষ্ঠিত হওয়া ‘ট্রেন দ্য ট্রেইনার-০৬’ কোর্স সফলভাবে শেষ হয়েছে। সাত দিনব্যাপী চলা এই প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছিলেন বেবিচক এবং দেশের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সসমূহের ১৯ জন প্রশিক্ষক।
এ প্রশিক্ষণের আয়োজক ছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) মানদণ্ড অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের পদ্ধতি, পাঠ্যক্রম নকশা, ক্লাসরুম ম্যানেজমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীরা তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থী সফলভাবে উত্তীর্ণ হয়ে সনদ গ্রহণ করেন।
কোর্সটির প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইকাও সার্টিফাইড ইন্সট্রাক্টর ও সিভিল অ্যাভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী।
অ্যাভিয়েশন খাতে দক্ষ ও যোগ্য প্রশিক্ষক গড়ে তোলার উদ্দেশ্যেই মূলত এ কোর্সটি আয়োজন করা হয়। সাত দিনব্যাপী এই কোর্সটি শুরু হয় ১২ অক্টোবর। শেষ হয় ২১ অক্টোবর সনদ বিতরণের মাধ্যমে।
সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল অ্যাভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, ‘বিমান চলাচল সংক্রান্ত প্রতিটি কাজই অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করতে হয়। এখানে সামান্য ত্রুটিও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই দক্ষ জনবল তৈরির বিকল্প নেই। আর দক্ষ জনবল গঠনের পূর্বশর্ত হলো দক্ষ ও যোগ্য প্রশিক্ষক তৈরি করা।
অ্যাভিয়েশন খাত একটি গুরুত্বপূর্ণ ও জরুরি সেবা হওয়ায় নিরাপদ উড্ডয়ন ও উন্নত যাত্রীসেবা নিশ্চিতে প্রশিক্ষিত জনবল অপরিহার্য। এ লক্ষ্য বাস্তবায়নে সিভিল অ্যাভিয়েশন একাডেমি অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের পাশাপাশি প্রশিক্ষক তৈরির লক্ষ্যে নিয়মিতভাবে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কোর্সের আয়োজন করে থাকে।