শরীয়তপুর পৌর শহরের রুপনগর এলাকায় নাজমা বেগম (৪২) এক নারীকে শ্বাসরোধে হত্যা পর স্বর্ণালংকার লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে মালেক মাদবরের চারতলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নাজমা বেগম একজন ডিভোর্সি এবং এক সন্তানের জননী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে তার ছেলে নিরব কাজী (১২) স্কুলে গেলে দুপুরে ফিরে এসে খোলা দরজা দেখে ঘরে প্রবেশ করে মাকে খাটের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখে। গলায় গামছা পেঁচানো ছিল। ডাকাডাকিতেও কোনো সাড়া না পেয়ে সে চিৎকার করলে বাড়ির মালিকের স্ত্রী ছুটে আসেন।
তিনি এসে দেখেন নাজমার শরীর ঠান্ডা হয়ে গেছে এবং ঘরের আলমারি খোলা, স্বর্ণালংকার নেই—কানের দুল, গলার চেইন ও হাতের আংটি খোয়া গেছে। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরটি তালাবদ্ধ করে রাখে এবং সিআইডি-এর ক্রাইম সিন টিমের অপেক্ষা করতে থাকে।
নিহতের ভাই আসলাম কাজী ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজমা বেগম একা বাসায় থাকতেন এবং এলাকার সঙ্গে তার তেমন কোনো বিরোধ ছিল না। তবে ঘটনার পর থেকে এলাকা জুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পালং মডেল থানার ওসি মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করবে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং পুলিশ ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত কার্যক্রম শুরু করেছে।