নরসিংদীর মনোহরদীতে এলডিডিপি প্রকল্পের আর্থিক ও কারিগরি সহায়তায় এবং উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে প্রান্তিক পর্যায়ের ডেইরি খামারিদের মধ্যে প্রযুক্তিনির্ভর উন্নত মানের মিল্কিং মেশিন বিতরণ করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে হাতিরদিয়া ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ পিজি কৃষক মাঠ স্কুল এলডিডিপি প্রকল্পের আওতাভুক্ত (প্রোডিউসার গ্রুপ) সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মেশিনগুলো বিতরণ করা হয়।
এ সভা ও বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান। আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন মো. মাহফুজুর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাইদুল ইসলাম, উপসহকারী সেলিম আহামেদ প্রমুখ।