ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

সাধারণ বীমা করপোরেশনে ERP & Core Insurance System-এর মডিউল শুভ উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০২:৪৩ এএম

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশের বিমা খাত উন্নয়ন প্রকল্পের (বিআইএসডিপি) আওতায় সাধারণ বীমা করপোরেশনের প্যাকেজ-ভিত্তিক অটোমেশন কার্যক্রম চলমান। গতকাল মঙ্গলবার বাস্তবায়নাধীন এ-৪ চধপশধমব (ঊজচ)-এর চারটি মডিউল এবং এ-১০ চধপশধমব (ঈড়ৎব ওহংঁৎধহপব ঝুংঃবস)-এর দুটি মডিউল কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-অর-রশিদ (অতিরিক্ত সচিব) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।