যশোরে সন্ত্রাসী পিচ্চি রবিকে (২২) রক্তাক্ত অবস্থায় আটক করেছে র্যাব। মঙ্গলবার (২১ অক্টোবর) শহরতলির চাঁচড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
পিচ্চি রবির বিরুদ্ধে বোমা হামলাসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব-৬ যশোরের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, যশোরের শংকরপুর চোরমারা দিঘীরপাড় এলাকার বাসিন্দা পিচ্চি রবি বোমা হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর শহরের রেলগেট এলাকায় প্রাইভেটকার স্ট্যান্ডসংলগ্ন মুরাদ হোসেনের চায়ের দোকানের সামনে বোমা হামলায় আহত হন প্রাইভেটকার চালক রবিউল ইসলাম ওরফে রনি (২৬)। প্রাইভেটকার ভাড়া করা নিয়ে তর্কবিতর্কের জেরে রেলগেটের চোরমারা দিঘীরপাড় এলাকার পিচ্চি রবি ও পুলেরহাটের কবীরের ছেলে মুরাদ মিলে এই বোমা হামলা চালায়।
স্থানীয়রা বোমায় আহত রনিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার রাতে রনির স্ত্রী সুরাইয়া আক্তার সন্ত্রাসী পিচ্চি রবি ও মুরাদকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।