ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৫:২৪ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়ার ডুলাহাজারা রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে গীতা বালা দাশ (৭৫) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গীতা বালা দাশ ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিনাপাড়ার মৃত বাবুল দাশের স্ত্রী।

এ বিষয়ে জানতে চাইলে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু জানান, “ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে।”