লক্ষ্মীপুরে ১২ মামলার আসামি যুবদল নেতা নজরুল ইসলাম জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে জেলা সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার রাতে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জসিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জেলা সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
গ্রেপ্তার জসিম সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের দক্ষিণ হামছাদী গ্রামের মৃত আব্দুল শহিদের ছেলে ও ওই ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, জসিম দীর্ঘদিন ধরে এলাকায় নানা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা, চারটি অস্ত্র মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এরমধ্যে তিনটি মামলায় তিনি ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে পালেরহাট বাজার সংলগ্ন ইদখোলার সামনে দুর্বৃত্তদের গুলিতে জসিমের পায়ে গুলি লাগে। পরের বছর ২০১৬ সালে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়।